স্পষ্টবাদিতা, চুলোয় যাক! চুলোয় যাক ভালো মন্দ পাশাপাশি বিচারের প্রয়াস! আমরা এখন মুখোসের অন্তরালে ভাই ভাই। মুখোস খুললেই হিংস্র হায়েনা। ব্লগার ব্লকিং এর হিজাব আমাদের আড়াল করুক আমাদের আসল চেহারা। আমরা এখন পাশাপাশি উড়ে যাব, রাস্তায় হাটব, পায়চারী করবো পার্কে, কিন্তু কোন বলাবলি থাকবে না আমাদের মাঝে। আমাদের হাতে রয়েছে ব্লগার ব্লকিং এর মহাশক্তিধর সুইচ।
সকালের নাস্তায় আলুপটলের ভাজিতে নুন ছিল কম। আমাদের বাড়ীর গলির সামনে একটি আরশোলাকে উল্টে পটকে থাকতে দেখেছি। গতাকাল বাজারের মুটে ছোড়াটি পাঁচটাকার বদলে আটটাকা চেয়েছে। বিকেলের চায়ে চুমুক দিতে গিয়ে দেখি একটি পিপড়া ভাসছে। বাসার কাজের বুয়ার দেড় বছরের ছেলেটি হামাগুড়ি দিতে দিতে আমার ঘরে ঢুকে পড়েছিল। সার্টে যে দাগটি পড়েছিল, তা অনেক কষ্টে অনেকটি তুলতে পেরেছি। আমাদের এবারকার কোরবানী ঈদের ছাগলটি বেশ হৃষ্টপুষ্ট।
হাতে বেড়ী, মুখে কাপাই, আমরা এখন ভদ্র সমাজ! আমরা অর্থহীন কপচানোতে ভরাবো পাতা, যত্র তত্র বিষ্টা ছড়াবো। আমরা একাধারে অসৃষ্প্য ব্লগার, নিজেরাই নিজেদের স্বৈরতান্ত্রিক ঈশ্বর।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



