আলী বারকাডোগলু ইসলাম ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকে সময়োপযোগী করার জন্যে বিজ্ঞ ও চিন্তাবিদ ওলেমাদের নিয়ে এক কমিশন গঠন করেছেন। তারা নানাভাবে চিন্তা ও গবেষনা করে কোরানের বিভিন্ন ব্যাখ্যাকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। তারা সবাই তুর্কী সরকারের বেতনভুক কর্মচারী।
এক সাক্ষাতকারে আলী বারকাডোগলু বলেছেন,
"কোরানের একটি বাক্যও আমরা পরিবর্তন করতে যাচ্ছি না।"
"ধর্ম ও রাষ্ট্রকে একত্রকরণ কখনোই একটি রাষ্ট্রের জন্যে মঙ্গলজনক নয়।"
তুরস্ক একটি মুসলিম অধ্যুষিত রাস্ট্র হলেও মুসলিম রাষ্ট্র নয়। রিপাবলিক তুরস্ক হিসেবেই বিশ্বে এ রাষ্ট্রের পরিচিতি। মডারেট ইসলামপন্থীরা সরকারে। তাদের স্পষ্ট সহযোগীতা ও সমর্থনেই এ বৈপ্লবিক কাজে হাত দিয়েছেন আলী বারকাডোগলু।
ব্লগে বিভিন্ন মৌলবাদী ব্লগার তাদের ধর্মভিত্তিক রাষ্ট্রের বিজয়ী উদাহরণ হিসেবে তুরষ্ককে দাঁড় করিয়েছেন। আশা করি এই পোষ্টটি পড়ার পর তারা তাদের নিজেদের অজ্ঞতা দুর করায় প্রয়াসী হবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



