কতগুলো মানব চেহারার (চেহারা মানবের মতো আছে কি না, তাতেও সন্দেহ) উল্লুক জাতীয় প্রানীর পোষ্ট সাথে সাথে না মুছে শুধুমাত্র প্রথম পাতা থেকে সরালেই চলবে না, তাদেরকে বিদায় করা দরকার সবসময়ের জন্যেই। মডারেটার নিয়ে প্রস্তাবটি ভালো, কিন্তু তাতে অলোচনার যে ধাঁচ দেখছি, তাতে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থেকেই যাবে ও আরেক বিতর্কের সৃষ্টি করবে। সেজন্যে কতৃপক্ষের কাছে আমার কিছু প্রস্তাব।
১) এ ধরণের ব্লগারদের আইডি সাথে সাথে ব্যানড ব্লগারদের লিষ্টে যোগ করা।
২) একটি সিডিওলার দরকার, যা কাজ হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর লিষ্ট থেকে ব্যান করা ব্লগারের নাম খুঁজে তাদের লেখা, কমেন্ট সব মুছে ফেলা।
২) একই আইপি এড্রেস থেকে শুধুমাত্র সীমিত সংখ্যক নতুন রেজিষ্ট্রেশন এলাও করা। তাতে এসব উল্রুককে ব্যন্ড করা হলে নতুন আইডি করা কঠিন হয়ে পড়বে।
৩) একদিনে একই ব্লগারের নির্দিষ্ট সংখ্যক পোষ্ট করতে দেয়া। তাতে ফ্লাডিংও বন্ধ হবে।
এ নিয়ম চালু করা হলে আমার মনে হয়না, বাইরের মডারেটারের কোন দরকার পড়বে। তারপরও পাশাপাশি দু্থটো ব্যাবস্থাই চালু করা সম্ভব। তবে আমার মতে মডারেশান কতৃপক্ষের হাতে থাকাই উচিৎ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



