আগের পর্ব ...
আল্লাহর নাম স্মরণকারী
যে সব আমলের বিনিময়ে আল্লাহর নবী জান্নাত লাভের ঘোষণা দিয়েছেন, আল্লাহর নাম সমূহ স্মরণ করা তার মধ্যে অন্যতম।
আবু হুরায়রাহ (রা.) বলেন, রাসূল (ছা.) বলেছেন, ‘আল্লাহর এক কম একশতটি (নিরানব্বইটি) নাম রয়েছে। যে তা স্মরণ করবে, সে জান্নাতে যাবে। অন্য এক বর্ণনায় আছে, ‘আল্লাহর বেজোড়কে ভালবাসেন’ {বুখারী, মুসলিম, মিশকাত হা/২২৮৭; বাংলা মিশকাত হা/২১৭৯}।
আল্লাহ তা‘আলা বলেন, ‘আল্লাহর কতক উত্তম নাম রয়েছে। তোমরা সে নামের মাধ্যমে আল্লাহকে ডাক’ {আরাফ ১৮০}।
আয়াত ও হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে তাঁকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন এবং তাকে জান্নাতে দিবেন।
ইনশাআল্লাহ্ চলবে ...
রচনাঃ
আব্দুর রায্যাক বিন ইউসুফ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





