সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। জীবনে প্রথম ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থিত দেখে নিজেই অবাক হলাম। দেশে ফিরেছি ৬ মাস হল। কোথায় ছিলাম এটা না হয় না-ই লিখলাম।
দেশে ফিরে ঢাকাতে একটা বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীর জন্য দরখাস্ত করেছিলাম কি মনে করে যেন। হঠাত করে একদিন দেখি একটা চিঠি আমার ঠিকানায় এসেছে। খুলে দেখি আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে।
কি আর করব। চলে এলাম ঢাকাতে ইন্টারভিউ দেয়ার জন্য। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই মনে হল এটা ক্যামন ইন্টারভিউ বোর্ড। শুধু এম.ডি. স্যার বসে আছে একা। তখনই আমার মনে হল আমার যে ডেজিগনেশন তাতে ইন্টারভিউ বোর্ডে বেশী লোক থাকার দরকারও বোধ হয় হয়না। ডেজিগনেশনটা না হয় না-ই বললাম।
আমার মনে হলো আমার ইন্টারভিউটা খারাপ হই নাই। আমার ভাবনাটাও মনে হয় খারাপ ছিল না। ঐ দিনই আমার চাকুরীটা পাক্কা হয়ে গেল। এম.ডি বললেন আজই জয়েন্ট করুন আর জিজ্ঞেস করলেন আপনাকে বেতন কত দিতে হবে। আমি একটা অংক বললাম। বেতনটা কত এটা না হয় না-ই জানালাম।
যাক শুরু হল আমার বাংলাদেশে প্রথম চাকুরী জীবন। ঠিক ০৭ দিন পর অফিসে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হল। সেদিন অবশ্য অনেক লোক এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ বোর্ডেও অনেক লোক ছিল সেদিন। নিয়োগ দেওয়া হল একজনকে। তার নামটাও না হয় নাই লিখলাম।
খুব শান্তসিষ্ট, ভদ্র, নম্র ও শুশ্রী একটা মেয়ে মনে হল তাকে। চলতে থাকল আমার নতুন কর্মজীবন। তার ঠিক ৮ কি ১০ দিন পরে আরও একজনকে নিয়োগ দেওয়া হলো ঐ কোম্পানীতে। তার নামটাও বলতে হবে, আচ্ছা ঠিক আছে সবকিছু গোপন করা ঠিক না তবে পুরো নামটা তো আর বলা যায় না। তার নামের ইংরেজী প্রথম তিন অক্ষর মিললে উচ্চারণটা এই রকম হয় "এ্যাশ"। পুরো নামটা না হয় না-ই বললাম।
ওরা দু'জন একই ডিপার্টমেন্টের ছিল। আর আমি? আমারতো কোন ডিপার্টমেন্টই ছিল না। যেহুতু ওরা দু'জন একই ডিপার্টমেন্টের তাই ওদের মধ্যে জানাশুনাটা একটু তাড়াতাড়িই হয়ে গেল। তারউপর ওরা নাকি একই ইউনিভার্সিটিতে পড়েছে। তবে এক ইয়ারে না। যাই হোক এখন তো ইচ্ছে করছে এটা জানতে যে কোন ইউনিভার্সিটিতে ওরা পড়েছে। না... না... এটাও বলব না।
কাজে অকাজে মাঝে মাঝে ওদের ডিপার্টমেন্টে আমার যেতে হতো। এই সুযোগে ওদের সাথে আমার জানা শুনাটাও হতে লাগল। ..........
প্লিজ ..... দু'জনের মধ্যে কেউ পুরোটা শেষ করবেন।
আশা করি পাঠক বন্ধুরা ওদের দু'জনকে অনুরোধ করবেন। যাতে ওদের কেউ লেখাটা শেষ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




