এখনও ধূলো উড়িয়ে স্বপ্নের রাজকুমারের তেজি ঘোড়া
তোমার দরজায় খুড়ের আওয়াজে বসন্তের উৎসব ছড়ায়।
তুমি মুগ্ধ রাজকন্যা নিদ্রাতুর চোখে দিবাস্বপ্নের আনন্দে
ভেসে বেড়াও দূরে বহু দূরে। তুমি তো বেশ আছো!
এই বসন্তেও তুমি ভালো থেকো, সুন্দর থেকো প্রিয়তমা!
ফুল তোমার জন্যেই ফোটে, তোমার ঠোঁটের রঙে রক্তিম হয়
শিমুল, পলাশ, মান্দার আর নাম না জানা বুনো ফুলেরা কত
উচ্ছ্বল আনন্দে মোহন মায়াবী বাতাসে পথের ধুলো যতো
খুব সৌভাগ্যবান বলেই ওরা সবাই তোমার আঁচলে জড়ায়।
উপরে নীলাম্বর আকাশ, দিগন্তে পাহাড় মেঘের স্পর্শ খোঁজে
শেষ বিকেলে পথহারা সফেদ বকপাখি একলা উড়ে যায়
তুমি নীল আকাশের উপমা, মেঘ তুমি পাহাড় ঘেঁষা, আর
আমি একলা সারস এই বসন্তে কোকিলের আর্তনাদ শুনি।
৮ মার্চ, ২০১২
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




