এই একটা শরীরী হৃদয় নিয়ে খুব কষ্টে কাটে দিন।
খাঁচায় পাখি, ঘটে তোলা জল আর দরজা-কপাট
বন্ধ ঘরে অক্সিজেনহীন দম আটকানো জীবন যেমন
আমিও তেমনি মুক্তির পথ খুঁজি, খুঁজে ক্লান্ত হই।
তোমাকে কতবার বলেছি, উঁকি দাও বুকের গভীরে
রক্ত-মাংস-অস্থি ভেদ করে দেখো, দেখবে একটি
নদী আছে সেখানে, হৃদয় ওর নাম; ঝড়ের তান্ডবে
যে আমাকে বাতিঘর থেকে দূরে নিয়ে যায় প্রতিদিন।
আমি দিশাহীন, পথ ভোলা পথিক আমি অজানায়-
অন্ধকারে হারাই প্রতিদিন, প্রতি মুহূর্ত একটু একটু
জীবন থেকে দূরে যাই; পিছু ডাকে উদ্ভিদ জীবন
ঝরা পাতার কান্না শুনে থমকে দাঁড়াই, কষ্ট পাই।
এতো এতো কষ্ট বুকের খাঁচা ভেঙ্গে তছনছ করে দিয়ে
মুক্তির আস্বাদ খোঁজে; মাথা ঠুঁকি আমি, যন্ত্রণাদগ্ধ হই
হার মানি নিজের কাছে; পরাজিত আমি কষ্টের স্বরলিপি
বাক্যবন্দী করে রাখি, তোমাকে সেসব জানাবো বলে!
১৭ এপ্রিল, ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




