সভ্যতার কাছে আমাদের অনেক ঋণ । আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার, ধাতুর ব্যবহার , আধুনিক কম্পিউটার মানুষের জীবনধারাই পাল্টে দিয়েছে। কিন্তু এই সভ্য হওয়ায় আবার আমরা অনেক কিছুই স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে করতে পারি না। সমাজ, সংস্কার, বিবেকবোধ আমাদের বাধা দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নিজেকে কিছু নিয়ম-নীতিতে আবদ্ধ করে রেখেছে। রবীন্দ্রনাথ শেষ জীবনে মরার আগে লিখে গেছেন, 'সভ্যতার সংকট'।
একটু হালকাভাবে আমরাও দেখতে পারি সভ্য হওয়ার কারণে আমাদের কি করতে ইচ্ছে হলেও অনেক সময় করতে পারি না। যেমন,
১। রাজাকারের বাচ্চাকে খুব খারাপ গালি দিতে ইচ্ছা হলেও আমরা দিতে পারি না।
২। সভ্য হওয়ার কারণে যুদ্ধাপরাধীদের গণপিটুনী না দিয়ে বিচার বিভাগের অধীনে বিচার চাই।
৩।......
আরও হালকাভাবে
১। কথা বলার সময় বন্ধু আপনার জামার বোতাম খুলছে ,লাগাচ্ছে বা ব্রণ খুঁটছে , ইচ্ছে হচ্ছে কিছু বলতে কিন্তু বললে বন্ধু মাইন্ড করবে, তাই বলা হয় না।
২। পরিচিত কেউ হেঁড়ে গলায় গাণ গেয়ে মন্তব্য চাচ্ছে, পাষন্ড না হয়ে বলতে হয় খুব ভাল হয়েছে, আরও চর্চা করো।
৩। ......।
এরকম অনেক কিছু এড়িয়ে, ঢেকেঢুকে আমরা প্রতিনিয়ত দিনপাত করি। সভ্যতার আড়াল না থাকলে হয়ত অন্যরকম করতাম। আসুন শেয়ার করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




