আমার আকুতির শব্দটা নেই,
আমার মোমবাতির সুতা ছিড়ে গেছে !
শুধু মোম পুড়বে না কখনো ।
আমার ঘোরলাগা দুটি চোখে প্রতিবিম্ব নেই,
আমার অস্বস্তিতে উচ্চারণ নেই,
আমার লোকালয়ে মানুষেরা চলে গেছে !
শুধু আমাতে কি আর সাধনা হয় ?
আমি আজ সর্বনামে ক্রিয়াপদ গোছাবো ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




