কালো অক্ষরের সাথে বিচ্ছেদ ঘটিয়ে
পীরের মুরীদ হয়েছি।
'চক্ষু মুদে চুক্ষুষ্মান হয়েছ' এই মর্মে পীর এক ডিক্রি জারি করেছেন।
এখন শান্তি আর শান্তি!
পীর বলেন, সুর করে বলেন, আমরা
দু'কানে শুনি। তাতে ঠিক মতো মনযোগ
না দিলেও পবিত্রতা নষ্ট হয় না।
তবে মাঝে মাঝে ঠিক! ঠিক! বলে
জানান দিতে হয়; ঘুমিয়ে যাইনি।
এখন বুঝতে পারি,
ছোটো বেলায় পড়তে, লিখতে, বলতে শেখালেও শুনতে শেখায়নি,
পীর বাবার দরবারে সেই শোক ঘুচেছে।!
পীরের শিক্ষালয় থেকে অংশগ্রহণের ভিত্তিতে সনদ দিবে বলেছে। তবে,
কেউ যদি পীরের খাদেম হতে চায়, তাকে
অবশ্যই মেধার ভিত্তিতে খাদেম হতে হবে।
সেখানে কোটা প্রথা চলবে না বলে শিক্ষানবিশরা পরিপত্র জারি করেছে।
নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি এসেছে, 'পীরের সিলেবাসে একমত না হলে
তার ভর্তি বাতিল হবে'
কিছুদিন পর-
ভর্তি বাতিল হওয়া বালকদের স্বজনেরা
হাতে প্লেকার্ড নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে
একজন আরেকজনেরটা পড়ছে 'সন্ধান চাই', 'আয় বাবা ফিরে আয়'...
এদিকে মিডিয়াপাড়ায় গুঞ্জন রটেছে...
'নিখোঁজ সকলেরই কালো অক্ষরের সাথে প্রণয় ছিলো!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




