সুপ্রিয় সহব্লগারগণ। আপনারা যারা সাম্প্রতিক ঘটে যাওয়া আপনাদের প্রতি চমর অন্যায়-অত্যাচারের বিচার চাইতে এখানে আসছেন, মায়াকান্না করছেন। আপনাদের সমীপে বিনীত আরজ, দয়া করে এসব মায়াকান্না, এসব বিবেকের কচকচানি এখানে না দেখিয়ে প্রয়োজনীয় স্বাক্ষীপ্রমাণ জোগাড় করে থানায় যান, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের ক্ষমতায় থাকাকালীন বিচার নয় একেবারে ন্যায় বিচার পাবেন, যদি আপনারা নির্যাতিত-নিপীড়িত হয়ে থাকেন।
যদিও এই উদ্ভুত পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী গত ফ্যাসীবাদী, স্বৈরাচারী, উন্নয়নের নামে লুটপাটকারী, গণহত্যাকারী আর মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে যত অপকর্ম রয়েছে তা করা আপনাদের দলীয় সরকারের কিছু অযোক্তিক, ঘাড়তেড়া সিদ্ধান্ত। কিন্তু তবুও আমরা আপনাদের অধিকার অনুযায়ী আপনাদের জন্য ন্যায়বিচার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।
উল্লেখ্য, যদিও আপনারা গত ১৭ ব্ছরে এই দেশের লক্ষ আম-জনতার উপর হওয়া নির্যাতন, নিষ্পেষন আর অন্যায় হামলা-মামলা চালিয়েছেন কিন্তু এখানে এসে কেউ টু-শব্দটি করার সুযোগ পায়নি, অথবা বিন্দুমাত্র সুযোগ এই আমজনতাকে দেওয়া হয়নি। কোন অন্যায়ের প্রতিবাদ করা দূরে থাক তার স্বপক্ষে কোন কথা বললেও তাকে শুদ্ধ হামলা-মামলার স্বীকার হয়ে হয় মৃত্যুবরণ করতে হয়েছে, নতুবা গুম হয়ে যেতে হয়েছে।
সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কড়া গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের বিষয় আমরা শুশীল হয়ে তা পারি না। যদিও আপনাদের অতীত ইতিহাস বলে আপনারা পারেন না এমন কোন অন্যায় এই পৃথিবীতেই নেই। সমগ্র পৃথিবীর মধ্যে আপনারাই ২০২৪ ইং সালে একটা বিশ্বরেকর্ড করেছেন, তা কি আপনাদের জানা রয়েছে। এটা বাঙালী জাতির জন্য একটা উজ্জ্বল ইতিহাস হয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদিও অনেক আঁতেল চলে আসবেন কুলাঙ্গার আওয়ামীলীগের দালালী করতে, তবু কি আর করা আপনাদের তো আর না করতে পারি না, কারণ এই দেশ এখন সম্পূর্ণ একটি সত্যিকারের গণতান্ত্রিক রাস্ট্রে পরিগণিত হতে চলেছে। যেখানে সবার সমান অধিকার থাকবে।