নয় মাস একটা আধা কর্পোরেট অফিসে চাকরী করে হুট করে যেদিন তোদের অফিসে জয়েন করলাম...আমি যেন প্রাণ ফিরে পেলাম! আধা পাগলা একটা বস্ অফিস ভর্তি এক গুস্টি SUST এর পোলাপান আর সবচেয়ে বড় প্রাপ্তি ‘তুই’!
অফিস এসে মগ ভর্তি ধোয়াঁ ওঠা কফির মগ হাতে তুমুল আড্ডা, তারপর কাজ “ঝাঁপিয়ে পর”...সব্বাই একসাথে lunch আর ছুটির পরে ধানমন্ডি লেকের পাড়ের আড্ডা দিয়ে বাড়ি ফেরা যেন আমাকে মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উড়ালপঙ্খি সময়ের পথে নিয়ে যায়। মজার ব্যাপার হলো আমি অপেক্ষায় থাকতাম অফিসে আসার...আসলেই তো তোদের পাওয়া...
আমি এখনও ঐ একই অফিসে আছি... এখনও রোজ সকাল শুরু হয় চায়ের কাপে আড্ডা দিয়ে... তোর কিভাবে হয় জানিনা...আমি ভাবতে পছন্দ করি আড্ডা গুলো ভার্সিটির মতোই হয়...এলোমেলো...ছন্নছাড়া হাসির...তুইতো সত্তিই এ বিল্ডিং এর টং এ বসে চা খাস, তোর কেমন কাটে??
কফি বানিয়ে খাওয়ানোর দায়িত্ত্বটা সবসময় তোরই ছিল। এখনো মাঝে মাঝে অফিসে এলে তুইই বানিয়ে খাওয়াস। কফি খাওয়াটা বাদ দিয়েছি...কেন যানিনা...দোস্ত খুব মিস্ করি তোকে সবার মাঝে...এত্ত এত্ত আড্ডায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




