আমার জলে তোরই ছায়া
তোর আঙ্গিনায় আমার জলের চাষ
জানি জলেই আমার মুক্তি
তোর ঘৃণায় আমার নিত্য বসবাস।
আমি মাটি-হাওয়ার মেয়ে
রোদ্দুর ভালবাসি-আমি জোছনা মাখি গায়,
তুই আকাশ নিয়ে আসিস,
তুই ভাসাস বরশায়।
আমার আকাশ জুড়ে সাতটি রঙের খেলা
হাওয়ায় ভাসি, আমি ঝুলি ঝুলন-দোলায়
তোর ছোঁয়ায় এল মেঘ ঈশাণ কোণে
ধুসর আলোয় আমি ডুবেছি বরশায়..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




