৫৮ ।
সংখ্যার থেকে অনেক বেশি কিছু । শুধু এতটুকুই বলব যে অনেক কষ্ট পেয়েছি । খুব বেশি হতাশ হয়েছি ।
ভারতের সাথে বাংলাদেশ দল হেরেছে । কিন্তু কষ্ট পাইনি । হতাশও হইনি । কারণ বাংলাদেশ দল খেলেছিল সেদিন।
শেষ match এ কি হল জানিনা । তবে তা ছিল আশাতীত ।
আর bus এ ঢিল ছিল লজ্জ্বার চুড়ান্ত । অতিথী আপ্যায়নে আমাদের সুনাম বিশ্বজুড়ে । এ ঘটনা তার নমুনা হতে পারে না ।
কথা বাড়াতে পারবনা । যা হয়েছে , হয়েছে । সামনে অনেক পথ বাকি আছে ।
বাংলাদেশ দল একা নয় । আমি অন্তত তাদের সাথেই আছি । আশা করি সবাই আছেন ।
আসুন আমরা সবাই বাংলাদেশ দলের পাশে থাকি । আমাদের এখনকার যা কিছু তা কিন্তু এই cricketer রাই এনে দিয়েছেন । এখন আমরা এসব অস্বীকার করব কিভাবে ? আমরাতো অকৃতজ্ঞ নই ।
আসুন সবাই বাংলাদেশ দলের জন্য শুভ কামনা করি । আমরা দুঃখ প্রকাশ করতে পারি , হতাশা প্রকাশ করতে পারি । কিন্তু বাংলাদেশ দলকে ছেড়ে যাবনা । যাই ঘটুক , আমরা আছি তাদের পাশেই । আছি এবং থাকব ।
শুভ কামনা রইলো বাংলাদেশ দলের জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




