বাবার দেশ?
ছেলে বলে, মা দেশটা কার?
মা বলে, তোমার বাবার এবং আমার
ছেলে বলে, তাহলে আমি যা খুশি তাই করতে পারবো?
মা বলে, তোমায় কেউ কিছু বললে তাকে কি আমি আস্তো রাখবো?
মা বলে,
প্রশাসনকে নিজের করে
গদিটাকে পোক্ত করো,
টুপাইস কামাই করো
লঞ্চ ডুবিয়ে মানুষ মারো
বিরোধীদের জেলে ভরো
হাওয়া ভবনে মৌজ করো
.....করো না কাউকে কেয়ার।
যা খুশি তাই দখল করো
পরীক্ষাতে নকল করো
প্রশ্নপত্র ফাঁস করো
আট-দশটা খুন করো
নারী নিয়ে ফূর্তি করো
.....কেউ নেই কিছু বলার।
ছেলে তখন খুশীতে নেচে বলে, ওমা সত্যি!
মা যখন প্রধানমন্ত্রী, তখন কিছু বলে এমন সাহস কার?
মা বলেছে ভয় পাবি না, দেশটা তোর বাবার এবং মার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




