"ব্লগীয় কবি খেদাও আন্দোলনের কর্মীরা" মাঝে-সাঝেই জেগে উঠছেন । ধুমকেতুর বেগে, মুখঃনিসৃত অস্ত্রের তুবড়ি ছুটিয়ে ধেয়ে আসছেন । পারলে ব্লগীয় কবিদের ধরে দু'চার গা লাগিয়ে দেন আর কি ! সেটা আপাতঃ সম্ভব নয় বলে কথার ঘায়ে ঘায়েল করছেন বেশ । আমার মতো অকবির বোধের এ্যন্টেনায় ধরা পড়ে না তাদের এই কবি বিরোধী জিঘাংসার কারণ । কবিতা বিরোধী কর্মীরা কবিতা লিখতে পারেনা, তাই ঈর্ষাকাতর এটা একটা কারণ হলেও হতে পারে । অন্য একটা কারণ হতে পারে, 'দেশে কাক ও কবির সংখ্যা এক'-এই কথাটি । কোন পন্ডিত ভদ্রলোক কথাটি প্রথম বলেছিলেন জানা নেই । যিনিই বলুন, কথাটি নেহাৎ মিথ্যে নয় ।
আমাদের আবেগ আছে । আমরা আবেগ প্রবণ জাতি । আমাদের প্রেম,কাম ,ভালোবাসা আছে । দুঃখবোধ আছে । আমাদের সেই আবেগগুলো, ভালোবাসাগুলো , দুঃখগুলো প্রকাশের জন্য একটা মাধ্যমের দরকার হয় । সেজন্য লেখার মাধ্যমের চে' ভালো আর কিছু হয় না । লেখাতে ভেতরের আগুনটাকে বের করে আনা যায় । ডায়রী লেখার মতন করে হলেও অক্ষরজ্ঞান সম্পন্ন যে কোন মানুষ এটা করতে পারেন । তবে, কবি হবার মানসে যে সবাই সেটা করবেন না, তা নিশ্চিত করেই বলা যায় । শব্দের পর শব্দ বসিয়ে নিজের ভেতরের কথাগুলো, ছাই চাপা আগুন গুলো বের করে আনেন অনেকে । সেটা কবিতা হলো কি, অন্য আর কি হলো, সে মাথাব্যথাও সবার থাকেনা । যাদের মাথাব্যথা থাকে, সেইসব কবিতা বিরোধী কর্মীরা, বা বলা যায়, অকবি বিরোধী কর্মীদেরই বরং উচিত হবে 'একটি সুস্বাদু সুকবিতার রেসিপি জনম দিয়ে' অকবিদের সার্থক করে দেয়া । কিম্বা, কবিতার সঙ্গেই যদি হয় তাদের বিরোধ তো, কালজয়ী গদ্য উপহারে আমাদের ধন্য করে দিয়ে আমাদের উত্তর প্রজন্মেরও প্রাতঃস্মরণীয় হয়ে থাকা ।
অন্যথায় কবিতা বিরোধী আন্দোলনের কর্মীদের বাগড়াম্বরে বরং আমার মতো অকবিদের আরো বেশী করে অকবিতা লেখার জেদ চেপে যায় ! আর অকবিতাটাও ঠিকমতন লেখতে পারিনা বলে, পুরনো অকবিতা পাঠকদের খাওয়াতে নতুন করে উৎসাহ পাই ।
এক চিলতে উষ্ণতা কিংবা খানিক দ্রোহের জন্য
আমার শব্দগুলো - প্রকাশগুলো
আমার ইচ্ছেগুলো-আবেগগুলো
আমার স্পর্শ আর আলিঙ্গনগুলো
শীতার্ত ফুটপাথবাসিনী ছালেখার মত দুর্বল;
মধুপুরের বৃদ্ধ সলিম বয়াতির মত ন্যুজ !
প্রতি ভোরে স্বপ্নের চারা গাছটিতে পানি ঢালা হয় না
প্রতি পূর্ণিমায় গায়ে মাখা হয়না দুর্বাঘাষের গালিচা,
আমার আঙ্গিনার সফেদ গন্ধরাজের গায়েও এখন
তামাটে রং !
আমার কন্ঠ রুদ্ধ নয়, চেপে ধরা আছে অদৃশ্য হাত
শেকলমুক্ত পায়ে আমার অদৃষ্ট শেকলের বাঁধ !!
ধূমায়িত এক পেয়ালা উপচানো কাপাচিনো কিম্বা
ঘাঁড়ের 'পরে প্রিয় রমণীর তপ্তশ্বাসের উষ্ণতা নয়,
রক্তের লোহিত কোণিকায় দ্রোহ জাগানিয়া ড্রাগ চাই !
আমার পৃষ্ঠদেশে চাবুকের আরো নির্মম আঘাত চাই !
চাবুক চালানো কৃতদাসটির মুনিবের নিষ্ঠুর ক্রুরতাকে
মহা বিস্পোরণে ঝলসে দিয়ে, অশুভ সেই দৃষ্টিকে
দ্রোহের রক্তরাঙ্গা চোখের বিষ পান করাতে চাই !
আমি বিদ্রোহী হতে চাই !!!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




