গ্রেজুয়েশান করছি ২০০৭-এ।
এতদিন কামাই রোজগার যা করছি, মাসে এনে মাসে খেয়ে শেষ।
যা বুঝলাম, এই দেশে এমনে কামাই চললে কদিন পরে একলা খেয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। (দোকলা হওয়ার চিন্তাতো কবেই বাদ দিছি।)
সবাই দেখি বিদেশের কথা কয়। এমনকি আমাগো আফিসের বস্ও শুনলাম যাইতে টেরাই মারতাছে। তাইলে আমরা বইসা আছি কেন?
সবার দেখাদেখি আমারও বিদেশ যাইতে মন চায়।
কোন দেশে যাওন যায়?
USA, CANADA, UK, AUSTRALIA ?
আমার আবার কম্পিউটার বিজ্ঞানী হওনের শখ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


