
লেখক ব্লগার ও পরিব্রাজক কামরুন নাহার বীথি ব্লগ লিংক ছিলেন এমন একজন মানুষ যিনি ফুল ভালোবাসতেন, সবুজে ছাওয়া প্রান্তর গাছপালা প্রাণ প্রকৃতির জন্য তার ছিল অশেষ মায়া। তিনি ছিলেন ঘুড়ি স্কুলের শিশুদের প্রিয় মুখ। নিয়মিত তাদের কথা ভাবতেন, খোজ খবর নিতেন। কিছুদিন আগে আপা না ফেরার দেশে চলে গেছেন। কামরুন নাহার আপা নেই কিন্তু আমরা আপাকে ভুলে যেতে পারিনি। তিনি রয়ে গেছেন আমাদের স্কুলের প্রতিটি শিশুর অন্তরে। তাদের হাসিতে। তাদের আনন্দে।
আপার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা প্রতি বছর একজন ছাত্র বা ছাত্রীকে "কামরুন নাহার স্কলারশিপ" প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। এর আওতায় সেই শিশুটি পড়ালেখার যাবতীয় খরচ পাবে। প্রাণ প্রকৃতি তথা পরিবেশের প্রতি তার মায়া ও দায়বদ্ধতা থাকবে। বছরব্যাপী সৃজনশীল নানা কার্যক্রমে অংশ নিতে পারবে।
একজন কামরুন নাহার আপা চলে গেছেন, আমরা চাই আপার মতোন চারিত্রিক গুণাবলী অর্জন করুক আগামী দিনের শিশুরা। আপা যেমন প্রাণ প্রকৃতির প্রতি অফুরান মায়া লালন করেছেন আমরা চাই তাঁর মতোন হয়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




