
আজ উনিশে ডিসেম্বর। বাংলা ব্লগ দিবস। একজন সাবেক ব্লগার হিসেবে এ দিনটি আমার জন্য বিশেষ একটি দিন।
এই যে অনলাইনে দাপাদাপি করছি নানান হাবিজাবি কাজ করছি এর শুরুটা হয়েছিলো আমার কৈশোরেই। আমি সাংগঠনিক নানান কাজে যোগ দিয়েছিলাম তখন থেকেই! তারপর দীর্ঘদিন সে সব মরিচা ধরা অবস্থায় ছিলো। সেই মরিচা কেটে ব্যস্ততায় ডুবেছি ব্লগের হাত ধরেই। দিনে দিনে এর পরিধি, ব্যাপ্তি বেড়েছে।
বাংলা ভাষায় লেখালিখি ব্লগ নিতে মাতামাতি!
আহা।
ওয়ু মাধ্যমে দীর্ঘ একটা সময় কেটেছে।
এখন বয়স হয়েছে।
বুড়া হয়ে গেসি তাই অতো হাহা-হিহি করি না।
এর মাঝে ব্লগে এসেছে শত, হাজার নতুন নতুন ব্লগার। এখন আমি তাদের লেখা পড়ি।
সময় পেলে কিছু মন্তব্য করি।
নিজেকে অভিনন্দিত করা উচিত। ব্লগে সময় একেবারে কম দেইনি। সকল ব্লগ মিলিয়ে আমি প্রায় ১৬০০ র বেশি পোষ্ট দিয়েছি, করেছি হাজার হাজার মন্তব্য!!
ভাবলে অবাক লাগে। কত্ত কিছুতে যে ছিলাম।
তবে ভালো লাগে ভাবতে যে ব্লগে আমার বেশিরভাগ কাজ ছিল মানুষের কল্যাণে।
ব্লগারদের সংগঠিত করে শিশু সহ আর্তজনের মুখে হাসি ফোটানোর।
রানা প্লাজার জরুরী স্বাস্থ্য রক্ত যোগারে। অসহায়দের পাশে থাকা।
নীমতলির অগ্নিকাণ্ডে হতাহত দের পাশে থাকায়।
শিশু রুশান এর সহযোগিতায়।
অসংখ্য বানভাসি মানুষের সহায়তায় যেমন কাজ করেছি তেমনি কাজ করেছি
দরিদ্র অসহায় অনেক আর্ত মানুষের জন্য।
নিজের লেখালিখি ঘুরাঘুরি প্রকাশনা ইত্যাদির পাশাপাশি এই কাজগুলোতে আমাকে সহায়তা করছেন অসংখ্য ব্লগার।
তাদের অবদান অনেক।
তাদের সকলের প্রতি আমার সালাম।
ভালোবাসা।
তাদের সকলের অবদান আমি ভালোবেসে স্মরণ করি।
বাংলা ব্লগ দিবস গত কয়েকবছর হতেই জোরেশোরে উদযাপন হচ্ছে না।
ব্লগাররা আগে এই দিনোটির জন্য অপেক্ষায় থাকতো, তা আর দেখা যায় না।
এটা বেদনার। হতাশার।
যে যেখান থেকেই বাংলা লিখছেন বাংলায় ব্লগিং করছেন করছেন সবাইকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। আলাদা করে বলতে হয় সামু ব্লগ কর্তৃপক্ষ তথা জানা আপা, অরিল্ড এই দুজনের কথা, সামহোয়্যার ইন ব্লগের মতোন একটি প্ল্যাটফর্ম তারা দিয়েছেন যেখানে এই মাতামাতি হচ্ছে, দিনের পর দিন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও ব্লগের কার্যক্রম বন্ধ করেননি আর এই সুযোগে আমরা চালিয়ে যাচ্ছি নানা সৃজনশীলতার চর্চা, এই কারণে এই দুজন মানুষ আমাদের সবার কাছে ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র। অভিনন্দন ও ভালোবাসা জানাই জানা আপা ও অরিল্ড এর প্রতি।
হ্যাপি ব্লগিং-
২০১২ সালে ব্লগ ডে পালনের কিছু ছবি দিলাম এই পোষ্টে।
সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে হয়েছিল আয়োজন। বেশ কয়েকটি ব্লগ থেকে ব্লগাররা যোগ দিয়েছিলো আয়োজনে।












২০১৪ সালের ব্লগ ডে পালন করেছিলাম আমরা। সেদিনের কিছু ছবি।













...........................
ব্লগ ডে পালন করা নিয়ে ঝপট জানা আপার পরামর্শ শুনে নিচ্ছিলাম। এটা বিজয় র্যালীর দিন তোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন ব্লগ ডে পালনের আগে ১৬ তারিখ সকালে বিজয় র্যালী করেছি আমরা ব্লগাররা।

বিজয় র্যালীর আরো কয়েকটা ছবি
ছবিতে যারা ছিল তাদের কজন বড়/বুড়ো হয়ে গেছে এখন - হা হা।







সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



