
ব্লগার ভার্চুয়াল তাসনিম পোষ্টের শিরোনাম
ব্লগ দিবসের পোষ্ট: পুরনো ব্লগারদের লাগবেনা বর্তমানেও ব্লগ জমানো ব্লগার বহু আছেন।
বাংলা ব্লগ দিবসে উপলক্ষে পোষ্ট দিয়েছেন এবং তিনি জানাচ্ছেন "পুরনো ব্লগারদের লাগবেনা বর্তমানেও ব্লগ জমানো ব্লগার বহু আছেন।"।
এই শিরোনাম দেখেই আমার হাসি চলে আসলো।
হাসলাম অনেকক্ষণ।
কী ছেলেমানুষি পোষ্ট। আর কি তার শব্দচয়ন।
খুবই দুর্বল আলাপ।
প্রথমেই মনে হলো এটি নেগেটিভ একটি শিরোনাম। পক্ষপাতদুষ্ট।
কেন মনে হলো, তা ব্যাখ্যা করছি।
তার আগে আমাকে বলুন তো পুরনো ব্লগার রা কেউ কি এই দাবী করেছে ব্লগ জমাতে তাদের লাগবে?
তারা কি চায় না ব্লগ জমুক?
এই খবর নতুন ব্লগার রা কোথায় পেলেন যে পুরনো ব্লগার রা ব্লগ জমে থাকুক তা চায় না?
পুরনো ব্লগার, নতুন ব্লগারদের হাস্যকর বিভাজন নিয়ে এই অতি উৎসাহের কি কারণ?
......................
ভার্চুয়াল তাসনিম এর দেয়া পোষ্টে যে সব ব্লগারদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে সর্বশেষ নামটি ছাড়া তালিকায় থাকা অনেককেই আমার চোখে কোন না কোন জায়গায় সেরা মনে হয়েছে। আমি তাদের লেখার সাথেই পরিচিত। তাদের বেশ কয়েকজনের লেখার গুণমুগ্ধ।
তাদের সাথে আমার পরিচয় দেখাদেখি এই ব্লগেই। তারা নতুন না পুরনো, ঢাকার নাকি বরিশালের তা আমি ভাবিনি। তাদের লেখা মন্তব্য পড়েই এই মুগ্ধতা তৈরি হয়েছে। আমিও তো একজন পুরনো ব্লগার, কই আমারতো তাদের কারো প্রতি কোন বিদ্বেষ নেই। তাদের ব্লগীয় আচার আচরণ নিয়ে কোন আলাপ নেই। বরং তাদের হ্যাপি ব্লগিং এর জন্য কিছু করার থাকলে তা করতে প্রস্তুত আছি। তাহলে পুরনো ব্লগার হিসেবে আমি কি এখন ইনাদের সবাইকে অপছন্দ করবো?
ব্লগ যেন না জমে আমি কি এইসব করবো?
হা হা।
পুরনো ব্লগারদের নিয়ে এইসব হাস্যকর মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ জানাই।
মনে রাখা উচিত বাংলা ব্লগের শুরুটা তারা করেছে। তাদের হাত দিয়ে ইন্টারনেটে ছড়িয়েছে শত লক্ষ মানসম্পন্ন কন্টেন্ট।
তারা সবসময় চায় ব্লগ ও ব্লগারদের সকল প্রচেষ্টা এগিয়ে যাক। তাদের মধ্যে এমন একজনও নেই যিনি চান ব্লগ থেমে যাক, ব্লগাররা কথা বলা বন্ধ করুক।
পুরনো ব্লগারদের প্রতি এ হেন নিন্দনীয় মনোভাব দুঃখজনক।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



