
সারাদিন কাটিয়ে এলাম আড্ডা আনন্দ গান গল্প করে।
DSDE গ্রুপের কোনো আয়োজনে এবারই আমি যোগ দেয়ার সুযোগ পেলাম।
কতো প্রিয় মুখের সাথে যে দেখা হলো!
অনিন্দ্য সময়।
এই আড্ডা আনন্দ গান গল্পের মানুষগুলো সকলেই Desperately Seeking Development Expert সংক্ষেপে আমরা বলি DSDE গ্রুপের সদস্য।
শতাধিক প্রফেশনাল যুক্ত হয়েছিলেন আজকের আয়োজনে যারা ডেভেলপ্যমান্ট সেক্টরে নিজেদের একাগ্রতা মেধা মনন ও নিষ্ঠার সাথে কাজ করছেন ও অবদান রেখে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই অন্যান্য প্রথাগত আড্ডা আনন্দ গান গল্প যেমন হয় এই আয়োজন ছিল তারচেয়ে অনেকটাই ভিন্ন। সেটা বোঝা গেছে আয়োজন পরিকল্পনা ও বাস্তবায়নে, বোঝা গেছে উপস্থিতিতে, আচার আচরণ, কথায়, তথ্য উপাত্তে।
ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা, কথায় সারাদিনব্যাপী আয়োজনে ছিল রঙ করার জন্য রঙ তুলি বোর্ড কাগজ। ফুটবল খেলেছে কজন। ইভেন্ট হোস্ট রুম্পার সাবলীল ও আকর্ষনীয় উপস্থাপনায় শিল্পীরা অসাধারণ পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছেন। বিশেষ করে ওয়ারদা আপা ও টনি দা ছিলেন আমাদের সকলের মনোযোগের কেন্দ্রে। ব্র্যাক এর এক ঝাঁক প্রফেশনালদের পরিবেশনা শেষ বিকেলে রঙ ছড়িয়েছে।
গানের ফাঁকে ফাঁকে ছিল র্যাফল ড্র। সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা পিঠার আয়োজন ছিল ছিমছাম ও পরিপাটি।
দিনব্যাপী এই আয়োজনে মজার ইশকুল ও এক রঙা এক ঘুড়ির জন্য ছিল ফান্ড রেইজিং বুথ। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তাদের গভীর নিষ্ঠা ও পরিশ্রমের ফলে দারুণভাবে সফল হয়েছে এই মিট আপ। স্পন্সর ও সহযোগী সংস্থা হিসেবে যারা যুক্ত ছিলেন তাদের সকলের জন্য শুভেচ্ছা।
জাস্ট গ্রেট, DSDE টিম।
আগামীর জন্য অনিঃশ্বেস শুভকামনা রইলো, লাভ ফ্রম টিম এক রঙা এক ঘুড়ি ও ঘুড়ি ইশকুল ।
Sponsors:
1. Lead Host: Innovision Consulting
2. Co-host & Design Partner: PrintAgraphy
3. Co-host & Organizing Partner: Spreeha Foundation
4. Painting Activity: Zabai
5. Logistics Sponsor: Media Mix Communication
6. Sound System Sponsorship: Niramoy and Musafir Tours & Travels
7. Venue Sponsor: BRAC Microfinance
8. Photography Sponsor: BetterStories Ltd.
9. Videography Sponsor: Trashbox Ltd.




















সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



