গতকাল পূর্ব নির্ধারিত কৃষ্ণচূড়ায় আড্ডায় মিলিত হয়েছিলাম আমরা।
বছরের একটি দিন আমরা গ্রীষ্মের এই ফুলটির প্রতি ভালোবাসা জানিয়ে প্রকৃতির সাথে থাকি। শিশুদের নিয়ে গাছগাছালি দেখা, ফুল লতা পাতা চেনাসহ- সবুজের প্রতি মায়া বাড়ানোর একটি প্রচেষ্টা বলা যায়।
এই আড্ডায় আমাদের সাথে নানা সময় যুক্ত হয়েছেন লেখক কবি সাহিত্যিক বন্ধুরা সহ সাংস্কৃতিক অঙ্গনের সুহৃদরা। গত কয়েকবছর হতে আমাদের সাথে এই ইন-ফর্মাল আড্ডায় যুক্ত হচ্ছে ঘুড়ি স্কুলের শিশুরা। সবমিলিয়ে এই আয়োজনটি ঘুড়ির একটি নিয়মিত আয়োজনে পরিণত হয়েছে।
২০১২ সালে এই আড্ডার শুরুটা হয়েছিল বাংলা ব্লগের কিছু ব্লগারদের হাত ধরেই। তারপর আমি আমাদের সংস্থা ও স্কুলের পক্ষ হতে নিয়মিতভাবে এই আয়োজন করছি। একেবারেই ইন ফর্মাল আড্ডা, প্রকৃতির সাথে সময় কাটাবার উছিলা মাত্র।
আমরা আশাবাদী এভাবেও শিশু কিশোর তরুণ তরুণীদের মাঝে সবুজের মায়া ছড়িয়ে দেয়ার সুযোগ আছে।
গতকাল বিকেলে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটিয়ে ভালো লাগা নিয়ে ফিরেছি সবাই। যারা যুক্ত হয়েছিলেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
ঘুড়ি স্কুল
এক রঙা এক ঘুড়ি