
এখানে আমরা প্রায় ৭০জন বাংলাদেশী ভালোই আছি... গত মাসে ৩জন বাংলাদেশি বিভিন্ন ডিপাটমেন্টে ইম্পয়ী অফদি মান্থ হয়েছে..যা আমাদের দেশের ছেলে/মেয়ে দের কাজের দক্ষতার প্রমান দেয়...
এখানে ৪২ দেশের প্রায় ৪০০০ লোক কাজ করছে... তার মাঝে ৭০ জন বাংলাদেশি

আজ এখানে আমার ৫তারা হোটেলের কাজের অভিঙ্গতা সেয়ার করবো... যদি কারুর কাজে লাগে....
হোটেলে ইন্ডাস্ট্রীতে কাজের জন্য আপনার প্রাথমিক যেই গুনাবলী প্রয়োজন:-
১) বিদেশে ৫তারা হোটেলের কাজের জন্য আপনাকে অবশ্যই ইংরেজীতে কথাবাত`া য় পারদশী` হতে হবে..
২) ভালো হোটেলে কাজের অভিঙ্গাতা থাকতে হবে....( ৩ থেকে ৬+ মাস)
৩) স্মটনেস থাকতে হবে....
৪) বন্ধুভাবাপন্নতা থাকতে হবে আপনার আচরনে...( যেটা ইন্টারভিউয়ার দেখবে আপনার ভেতরে কতটুকু আছে)
৫) এবং প্রচন্ড কস্টকর কাজ করার মন মানুষিকতা থাকতে হবে...( যদিও এটা কন্সট্রাকসন ফ্রামের মতন কস্টকর না..)
এই বিষয়ে আরো আলোচনা করবো যদি সবাই উৎসাহীত হয় বা কারুর কোন প্রশ্ন থাকে...
১) সামনের পবে` বিভিন্ন ডিপাটমেন্ট এবং তার কাজের ধরন:-
২) আমাদের হোটেল থেকে আমাদের স্টাফদের কি কি সুযোগ/সুবিধা দিচ্ছে..

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১