আজ জাদিদ ভাই ফেসবুকে একটা ধাধা দিয়েছেন এবং ছবি কিলিয়ার না বইলা আজ ধাধা খান সল্ভ করতে পারলাম না। এর আগেও আমার ভাগিনা একটা ধাধা দিছিলো একই রকমের সত` যে সঠিক উত্তর আমি মুছে দিবো এবং পরে সমাধান পোস্ট করবে। কিন্তু আইজো সমাধান দেয় নাই। পোস্টই ডিলিট কইরা দিছে। এই ধাধা দেইখা আবার মনে হইলো নতুন ধাধার পোস্ট করি।
ধাধা নং :- ১৩
করোনার সময়ে দেশের অপরাধ একটু কমছে কিন্তু ডিটিকটিভ অনন্ত জলিল খুব ব্যস্।মানুষ বাড়ীতে থাকতে চায় না। তাদের নাকি ভালো লাগেনা। করোনা মোকাবেলায় বাড়ীতে থাকার বিষয়ে সচেতন করতে কাজ করেছে তিনি। তার দিনের বেশির ভাগ সময় মাইক হাতে মোড়ে মোড়ে জ্ঞান দিতেই কাটছে। মনে মনে ভাবে কেস থাকলেই ভালো হইতো।
দুপুরে হঠাত করে দেখলো বেশ নিচু দিয়া একটা ছোট বিমান উড়ে যাচ্ছে, কেউ ভাড়া করা বিমানে চড়ে যাচ্ছে। তিনি দেখে ভাবে বড় লোকের তো বাইরে যাওয়ার সমস্যা নাই। যত সমস্যা গরিবের, বাসে চড়া লাগে, ধনী হইলে বিমান ভাড়া কইরাই যাইতে পারে। গরম বেশ চড়া আজ, মাইকে একই কথা বার বার বলতে বলতে গলা শুকিয়া যাচ্ছে। চিন্তা করছে কাল রেকডিং করে নিয়ে আসেব। ঘন্টা খানেক পরে মোবাইলে তার বস ফোন। অনন্ত তুমি এখনই জাইলার বিলের উত্তর পাশের নুরুর ইসলাম প্রাথমিক স্কুলের পেছনের মাঠে চলে আসো। একটা লাশ পাওয়া গেছে। অনন্ত তখনোই রওনা হইলেন।
দেড় ঘন্টা পরে ঘটনা স্থলে পৌছে দেখলেন পুলিশ ইতিমধ্যে এলাকা কডন করে রেখেছে।
এক ব্যক্তি উপর হয়ে মাটিতে পড়ে আছেন, প্রচুর রক্ত, মাটিতে কিছুটা দাগও আছে। পুলিশ অফিসার বললো স্যার পাশে একটা ব্যাগের মতন পাওয়া গেছে কিন্তু সেটা খোলা না। কিন্তু তার সাথে আর কোন ব্যাগ নেই।
থানার পুলিশ রবি চৌধুরী বললো আমি ইতিমধ্যে খোজ লাগিয়েছি কেউ এখানে লাশ ফেলে গেছে কিনা, এলাকার সিসি টিভির ফুটেজ চেক করতে বলেছি।
অনন্ত অফিসার রবি কে বললো সিসি টিভি ফুটেজ দেখে লাভ হবেনা, কেউই এখানে লাশ নিয়ে আসেনাই। আমি উত্তরার দিকে যাচ্ছি ঐখান থেকেই খোজ পাওয়া যাবে।
অনন্ত কি ভাবে বুঝলো কেউ এখানে লাশ নিয়ে আসেনাই। কেমনে কি???
ধাধা নং :- ১৪
চৌধুরী সাহেব খুবই জ্ঞানী মানুষ, নিজেকে অনেক বড় ভাবে ৩০ বছর ধরে গান তিনি নিজেকে মাহফুজুর রহমানের চেয়ে অনেক ভালো শিল্পি মনে করেন। কিন্তু গত মাসে দোস্তদের পাল্লায় পইড়া ১০ তালায় সস্তায় বাড়ী ভাড়া নিয়েছে।
কিন্তু চৌধুরী সাহেব বড়ই মুসকিলে পড়েছেন এই বাড়িতে এসে। উনার বাড়ির সবাই দশ তালায় ভালোই আছে কিন্তু উনার এখানে এসে সমস্যায় পড়েছেন। উনি কাউকে দোষও দিতে পারছেন না কারন উনি বাড়ি পছন্দ করেছিলেন যে দশ তালায় হাওয়া বাতাস ভালো থাকবে মসা কম থাকবে। কিন্তু যেই সমস্যায় উনি পড়বেন সেটা বাড়ী দেখার সময়ে বুঝতে পারেন নাই।
সমস্যা হইলো উনি প্রতিদিন দশ তালা থেকে লিফটে করে নিচে নামে কিন্তু বিকেলে অফিস থেকে ফিরে লিফটে ৭ তালায় উঠে বাকিটা হেটে উঠতে হয়।
কিন্তু যেইদিন মেঘলা থাকে, বৃস্টি পড়ে সেইদিন তিনি দশ তলাতেই চলে যান।
উনি ক্যামনে এই মাইনকা চিপায় পড়লো? কেন উনার এই সমস্য? জাতী জানতে চায় কেন এই সমস্যা?
--(ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
পব` ০১ >> Click This Link
পব` ০২ >> Click This Link
পব` ০৩ >> Click This Link
পব` ০৪ >> Click This Link
পব` ০৫ >> Click This Link
পব` ০৬ >> Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ রাত ১১:২১