
আমার পরিচিত মানুষকেই দেখেছি রিটায়ারমেন্টের পরে সব টাকা উঠিয়ে নিয়ে ব্যংকে ফিক্সিড ডিপোজিট করে রেখে পরে বছর দশেকের ভেতরে সব খচরা করে ফেলেছে। দেশের সরকারের উচিত সবজনিন পেনসনের ব্যবস্থা করা যাতে শেষ বয়সে মানুষকে কস্ট করতে না হয়।
অনেকেই দেখলাম স্বর্ন কিনে রাখার উপরে জোর দিচ্ছেন। আমিও কিছুদিন ফরেনএক্সেন্জ ট্রেডিং শেখার চেস্টা করেছি।


https://www.macrotrends.net/1333/historical-gold-prices-100-year-chart
* যদি স্বর্ন বিনিয়োগের জন্য কিনে রাখার পরিকল্পনা থাকে তবে ২৪ ক্যারেটের ১০ ভরীর বার কিনে রাখতে হবে।
* দুবাইতে আজকের বাজার মূল্য 24552.72 দিরহাম অথবা 736581 টাকা। ( ১১৬.৬৪ গ্রাম)
* দুবাইতে ১০ তোলা বারে কোন ভ্যাট বা অন্য কোন ফি ধরা হয় না। অর্থ প্রতি গ্রাম স্বর্নের যেই দাম গুন ১১৬.৬৪ গ্রাম।

* বাংলাদেশের বাইরে থেকে যদি কিনে নেন তবে একজন যাত্রি সর্বচ্চ ২০০ গ্রাম বার নিতে পারবে এবং গ্রামে ১৫০ টাকা হারে ট্যাক্স দিতে হবে।
যদি বিনিয়োগের জন্য রেখে দিতে চান তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কেমন হবে সেটা বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারনা পেতে পারেনা।

২০২২ সালে আজ ১ আউন্স সোনার দাম ১৭৩৪$ ইউএস ডলার।
আগামী ১০ বছর পরে ২০৩৪ সালে ৪৭২০$ ইউএস ডলার পযন্ত যেতে পারে। সেটা প্রায় ১৭২% লাভ। প্রতি বছর ১৫% ভাল খুবই ভালো বিনিয়োগ।
কিন্তু আমাদের দেশে সোনার বার কিনে বাড়ীতে রাখা অবশ্যই নিরাপদ না। তাহলে আপনি হয়তো ব্যাংকের ভোল্টে রাখতে পারেন। সেক্ষত্রে ভালো ব্যাংকে রাখতে হয়তো সমস্যা হবেনা।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



