সম্ভবতঃ এটা কোন টেকনিক্যাল ত্রুটি।
ফায়ারফক্স মজিলা এবং ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাঊজারে এইমুহূর্তে স্যামহয়্যার ইন ব্লগের শুধুমাত্র মোবাইল ভার্শন দেখা যাচ্ছে....।
অবশ্য গুগল ক্রোম ব্রাউজারে টেষ্ট করে দেখলাম। সেখানে স্যামহয়্যার ইন ব্লগের স্বাভাবিক ভার্শনটিই দেখা যাচ্ছে।
এই সাময়িক পোষ্টটিও আমি গুগল ক্রোম ব্রাউজার থেকেই করলাম, যদিও আমি সাধারণতঃ স্যামহয়্যার ইন ব্লগ দেখতে এবং সেখানে লিখতে ফায়ারফক্স মজিলা ব্যবহার করে থাকি।
যাই হোক, এই হঠাৎ করে শুরু হওয়া অপ্রত্যাশিত ত্রুটি- টি দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
-------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




