বাজারে বিভিন্ন সময়ে বের হওয়া অফিস-২০১০ এর তিনটি ডিভিডি কিনে রেখেছিলাম। গতকাল আমার পিসিতে উইন্ডোজ সেভেন (৩২ বিট) ইনষ্টল করার পর ঐ ডিভিডি-গুলো থেকে 'অফিস-২০১০' সেটআপ দিতে গিয়ে সমস্যায় পড়লাম। তিন/চারমাস আগে কিনে রাখা একটাও ডিভিডি থেকে 'অফিস-২০১০' সেটআপ করা গেলোনা।....
একটা ডিভিডি অটোরান করার পর সেটআপ যথাযথভাবে শুরু হলো। অনেকখানি প্রগ্রেসও করলো। মনে হলো এটা বোধহয় ঠিকভাবে ইনষ্টল হয়ে যাবে। কিন্তু প্রায় ৯০ ভাগ ইনষ্টলেশন প্রগ্রেস করার পর মেসেজ আসলো কোন একটা 'এরর' এর কারণে ইনষ্টেলেশন সম্ভব হচ্ছে না। তাহলে? কি করণীয় এখন?
ঢাকায় কোথায় কোন মার্কেটে/দোকানে অফিস-২০১০ -একটি কার্য্যকর সিডি/ডিভিডি পাওয়া যাবে, কেউ কি খোঁজ দিতে পারেন?
অনলাইন থেকে ফ্রি ডাউনলোডের কোন লিংক জানা থাকলে তা-ও জানাতে পারেন।
আপনার সহায়তার জন্য আগেই ধন্যবাদ জানিয়ে রাখছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




