আইডিএম ব্যবহারের সময় আগের ভার্সনে একটি বিশেষ সুবিধা পেতাম, সেটা কেন জানি এখন আর পাচ্ছি না। একটু খুলে বলি।
ধরা যাক ইউ-টিউবে ঢুকে একটা ভিডিও দেখছি। ভিডিওটা ধীরে ধীরে চলে একসময় শেষ হয়ে গেল। এসময় ভিডিওটা ডাউনলোড করার ইচ্ছা জাগলে ভিডিওর উপরের বাম দিকের কর্ণারে ভেসে ওঠা আইডিএম –এর “Download this Video ” লেখাটাতে ক্লিক করলে ভিডিওটি Download হওয়া শুরু হতো; কিন্তু এক্ষেত্রে যেহেতু ভিডিওটি একবার সম্পূর্ণ চালানো হয়েছে তাই Download-এর জন্য আর খুব একটা সময় লাগতো না, অর্থাৎ “Download this Video ” অংশে ক্লিক করার পর ‘Start Now’ বাটনে ক্লিক করা মাত্রই মুহুর্তে “Download Complete !” লেখাটি ভেসে উঠতো, এবং দেখা যেত, সত্যি সত্যিই ভিডিওটি Download হয়ে গেছে। অর্থাৎ ধারণা করা যায়, প্রথমবার ভিডিওটি দেখার সময় Temporary Folder-এ যে ফাইল জমা হয়, সেটাই পরবর্তীতে ডাইনলোড-এর কমান্ডের কারণে নতুন করে জমা হয়ে মূহুর্তে “Download Complete !” মেসেজটি দেখায়।
যাই হোক, উপরে বর্ণিত সুবিধা আমার পিসিতে ইনষ্টল করা আগের পুরাতন আইডিএম-এ ব্যবহার করতে পারলেও কিছুদিন আগে নতুন করে ইনষ্টল করা আই্ডিএম-এর লেটেষ্ট ভার্সন ব্যবহারের সময় কেন জানি এ সুবিধাটা আর পাচ্ছি না।
কেউ কি হেল্প করে জানাতে পারবেন, কেন এ সুবিধাটা আর পাচ্ছি না ? ভুল হচ্ছে কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




