
অনেকদিন পর আজ আবারো ছেড়া ডাইরী নিয়ে বসা
হাতে থাকা নীল কালির কলমের হালকা ছোঁয়াতে ঘষা।
ফিরে পাওয়া হারিয়ে যাওয়া কিছু সীমাক্ষণ
বেরিয়ে আসা মনে জমাট থাকা সব নীল দর্পণ
এক সাথে করছে অবিচরণ
অনেক বিরতির পর্বাবত্যণ।
জীবনের অলিগোলি
সবইতো অপকরন গোধূলী
ভালোবাসার আকাঁ রঙ তুলি
না হয় আজ আবার সব হারিয়ে ভুলি।
ছিড়ছে সব লেখার বাহারা
পায় খুঁছে পথ তারা
অক্লান্ত ঘানিতে
সব যেন আজ দিশেহারা।
আধারে ঘুম মাখামাখি
ভালোবাসার পরশে মৌন মিলন খুঁজে যারা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




