যারা আজকের লেখায় সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন নিউজ বাংলার পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আমরা অসংখ্য ই-মেইল পেয়েছি যা বাছাই করে আমরা অচিরেই উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের অনুভূতি ও প্রতিক্রিয়াকে আমরা স্বাগত জানাই। আমরা আপনাদের পাশে থাকব। আগামীকাল আমরা নতুন প্রজন্মের আরিফুর রহমানের সাক্ষাতকার আপনাদের উপহার দেব। নিউ জার্সীর কীন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জেনোসাইড নিয়ে তার ডিজিটাল স্টোরীর ছোট প্রজেক্টটি কিভাবে একটি স্থায়ী স্নাতকোত্তর কোর্স ওয়ার্কে বাস্তবায়িত হতে যাচ্ছে তা নিয়ে তার একান্ত সাক্ষাতকারটি আমাদেরকে আলোকিত করবে।
স্বাধীনতার চেতনা ৩৭ বছরের পুরনো কোন বিস্মৃত অধ্যায় নয়। ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে আনা একদিনের গল্পকথাও নয়। স্বাধীনতার চেতনা আমাদের আগামী দিনের বেড়ে উঠার, এই ধান সিঁড়ির সবুজ বাংলাদেশকে ভালবাসার, একাত্ম করে নেওয়ার একমাত্র সিঁড়ি। বাংলাদেশকে যদি এগোতে হয় তাহলে বারবার ফিরে তাকিয়ে দেখতে হবে কেন তিরিশ লাখ মানুষ স্বাধীনতার জন্য অকাতরে রক্ত দিল। হয়তো আরিফুর রহমানের মতো উচ্চারণ করতে হবে, "একবারও কি ভেবে দেখেছি লাল সবুজের পতাকা কি বলতে চায়"? যারা দেশ নিয়ে হতাশ, নীরব অথবা সরব, তাদের সবাইকে বলতে চাই, বাংলাদেশ জাগছে। সামনে হাঁটছে। যারা আগামী দিনে বাংলাদেশের লাল সবুজের গর্বিত পতাকা নিয়ে সামনে হাঁটবে তাদের পদধ্বনি আমরা শুনছি। আপনারা কি শুনছেন?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




