কারাগার থেকে মুক্তি পেয়ে জয়নাল হাজারী বিভিন্ন জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকার এবং ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপকালে তার ১১টি আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
আগ্রহগুলো হলো: (১) দলীয় প্রধান শেখ হাসিনা বললে রাজনীতি ছেড়ে দেবেন,

(২) দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে মামলা করার আগে শেখ হাসিনার পরামর্শ নেবেন, (৩) ‘মিডিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে’ এই আশঙ্কায় অতীতে মন্ত্রী না হলেও এখন মন্ত্রিত্ব দেয়া হলে প্রত্যাখ্যান করবেন না,

(৪) ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করা হলে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে ছাড়বেন,

(৫) দায়িত্ব পেলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ফায়ারিং স্কোয়াডে দেবেন, সৌদি স্টাইলে তাদের হাত কেটে ফেলবেন, (৬) টেন্ডার ছিনতাইকারী ও চাঁদাবাজদের প্রকাশ্যে বেত্রাঘাত করবেন,

(৭) তিন মাসের মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করবেন, (৮) ফেনীতে মাদকবাহী যানবাহন পুড়িয়ে ফেলবেন, (৯) অপকর্মের সঙ্গে জড়িত অনুসারী এবং দলীয় নেতা-কর্মীদের পুলিশের হাতে সোপর্দ করবেন, (১০) কেউ দোকানে বাকি খেলে তাকেও রেহাই দেবেন না

এবং (১১) বাকি জীবনে এমন কিছু করবেন যাতে মৃত্যুর পর মানুষের মনে নিদেনপক্ষে একশ’ বছর বেঁচে থাকতে পারেন

।
সূত্র: দৈনিক আমাদের সময়, ৫ সেপ্টেম্বর ২০০৯
আমার ভাই কোন কিছু বলার নাই

, কারো কিছু বলার থাকলেও মনে হয় কোন লাভ নেই

।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭