‘হার্ডওয়্যার সফটওয়্যার হিউম্যানওয়্যার, তিন মিললে হয় বিজয়/
মানুষে আসল সদা/ নইলে পুরো অপচয়।
প্রযুক্তির ব্যবহার/ যত বেশি হয়/
কাজের সময় বাড়ে/ কমে আসে নষ্ট সময়।’
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান
একজন প্রতিমন্ত্রীর স্বরচিত এ ছড়া পাঠে শেষ হলো মন্ত্রিসভার বৈঠক। ডিজিটাল বাংলাদেশ গড়ার বাস্তবভিত্তিক এ ছড়া শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও খুশি হলেন। আনন্দিত হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও।
গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে খোলামেলা আলাপকালে এ ছড়া পাঠ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
সূত্র: আমাদের সময়
শেখ হাসিনা খুশি হলে কি হবে? জনগণ কি খুশি? সমস্যা আর অস্থিরতার মধ্য দিয়ে একটি বছর কেটে গেল... সামনে কি আছে তা অনুমান করার চেষ্ঠা করলে সবাই নিশ্চয় কষ্ট পাবে। সামাজিক নিরাপত্তা আর স্বচ্ছতার মাধ্যমে সরকার জনগণের উন্নয়ন করবে, এই আশা করা মনে হয় খুব দোষের নয়। সবাইকে ২০১০ এর শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




