অমর একুশে বইমেলা ২০১০ এর প্রতিদিন প্রকাশিত বই, বইমেলার খবর, ছবি, ভিডিওসহ নানা আয়োজন নিয়ে উন্নয়ন-অর্থনীতি বিষয়ক সংবাদ পোর্টাল “নিউজনেট” আগ্রহী পাঠক, লেখক ও প্রকাশকদের জন্য চালু করেছে একটি ওয়েব সেকশন।
http://boimela.newsnetbd.com ওয়েব সেকশনে লেখক, প্রকাশক অনুযায়ী সার্চ করার অপশন রয়েছে। এছাড়াও প্রতিদিনের প্রকাশিত বই এর পূর্ণ তালিকা আগ্রহীদের জন্য রাখা আছে। আর আর্কাইভ সেকশনে রয়েছে ২০০৮ ও ২০০৯ মেলার পূর্ণ খবর, ছবিসহ বই এর তালিকা।
নবীন লেখক, উল্লেখযোগ্য বই এবং মেলা সর্ম্পকিত কোন খবর প্রেস রিলিজ আকারে পাঠালে বা জানালে ওয়েব সেকশনটিতে ছাপার ব্যবস্থা থাকছে। প্রেস রিলিজ পাঠানোর ঠিকানা- [email protected]
অথবা নিউজনেট, বাড়ি - ৬, সড়ক - ৮ , ব্লক- এফ, নিকেতন, গুলশান-১, ঢাকা। ফোন- ০১৭১৭-৮৯৮৩৪২ ও ০১৯১১-৬৬১৫৪৪.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




