
কবি লিখেন কবির ভাষায়
পাঠক পাঠ করেন নিজের তৃষায়
আছে হৃদয় স্পর্স গুনির গুনের ভক্তি
না হলে কি করে পেত সে গুনের শক্তি ।
সকল গুনী বলে শুধু হৃদয় পুরী
তারই কিন্তু রয়েছে আবার প্রেম পরশে জুড়ি
বলে লোক মুখে হৃদয়হীনি
তবে কি এজনও আছে হৃদয় ছাড়া যিনি ।
যিনি লিখেন তিনি লেখক
সাধন করেন যিনি তিনি সাধক
যিনি গান
তিনি গায়ক
যিনি বাঁজান
তিনি বাঁধক
কি বিচিত্র ময় গগন
কত সত্য কত মিথ্যা
মৃত্যুর কুলে ঢুলে পড়ছে যখন তখন ।
কত বিচিত্র মানুষে মন
তার রঙের নেই কোন বাহার
সময় নেয়না মুহুর্ত
পরিবর্তন হয়ে যায় যখন তখন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


