আধা-সরকারী স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা জানিনা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়, তবে আমার কাছে মনে হয় এ পরীক্ষাটা শিক্ষক হবার পথে অন্তরায় ছাড়া আর কিছুই না। এ পরীক্ষাটা পুরোপুরি বাতিল করা উচিত বলে আমার মনে হয়।
বছর বছর সময়মতো পরীক্ষা অনুষ্ঠিত হয় ঠিকই, সবার কাছে থেকে পরীক্ষার ফি আদায় করাও হয় ঠিকই, কিন্তু এরপরে আর কোনও খবর নেই। সনদ নিয়ে এরা কী করছে, না করছে তার খবর মন্ত্রণালয় রাখেন না। তারচাইতেও বড় ব্যাপার, এ পরীক্ষাটা নেবার কারণ কী? সবাই শিক্ষক হবার যোগ্য নয়, তাই আপনারা নিজেদের তরীকা মতো পরীক্ষা নিয়ে মেধাবী শিক্ষক বাছাই করে দেশকে উদ্ধার করতে চান, এইতো? কিন্তু আপনারা যে পরীক্ষা নেন, সেটা তো আরও আট-দশটা সাধারণ পরীক্ষার মতই। নির্দিষ্ট বিষয়ভিত্তিক সিলেবাস আছে, বাজারে নিয়োগ গাইড আছে। স্রেফ পরীক্ষার কয়মাস আগে দিনরাত (চিরকাল যেভাবে পরীক্ষার আগে আমরা মাথা বেঁধে দিনরাত পড়ে এসেছি) পড়াশুনা করে, মুখস্থ করে পরীক্ষা দিয়েই তো পাস করা যাচ্ছে। এতে কি ম্যানেজিং কমিটি কিংবা গভর্ণিং বডির নিয়োগ পদ্ধতির সাথে আদৌ কোনও মৌলিক বৈসাদৃশ্য আছে? তারচেয়েও বড় প্রশ্ন, নিবন্ধন পরীক্ষায় আপনারা একজন শিক্ষকের হয়ত মেধা যাচাই করছেন, কিন্তু মেধা থাকা, আর ক্লাসে পাঠদানের দক্ষতা- দুটো তো এক জিনিস নয়। ভালো নম্বরধারী সনদ পাওয়া একজন শিক্ষক কি ভালোভাবে পড়াতেও পারবেন? আর তার চরিত্র? তিনি যে পরিমল মার্কা শিক্ষক নন, তার গ্যারান্টি কি আপনাদের নিয়োগ পরীক্ষা দিতে পারবে? সবকিছু যদি বাদও দেই, তারপরেও শেষ একটা কথা থেকেই যায়। সেটা হল- সনদধারীরা কি চাকুরী পাচ্ছে কিংবা এমপিওভূক্ত হচ্ছে, তার খবর কি আপনারা রাখছেন? যদি নাই রাখেন, কিংবা এতসব প্রশ্নের উত্তর নাই থাকে আপনাদের ঝুলিতে, তাহলে কেন এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা? কতটা যৌক্তিক এই পরীক্ষা?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


