এই দুই মাস পূর্বে দুপুর ২টা দিকে বাসার নিচে এক মহিলার উচু গলার আওয়াজ শুনে বারান্দায় এসে দেখি বাজারে এক বৃদ্ধ দোকানদারের সাথে এক মহিলার তুমুল উচ্চবাচ্চ ও গালি-গালাজ। তবে অদ্ভূত ব্যাপার মহিলা এই বাচ্চা, সেই বাচ্চা বলে গালি দিয়েই যাচ্ছে আর বৃদ্ধ কিছুই বলছেনা। এক সময় মহিলা নিজেই বলছে- এই শাহজাদপুরে দেখি কে আছে যে আমারে কিছু কয়, আমি তোর দোকান পোড়াইয়া দিমু। আওয়ামী লীগ এখন ক্ষমতায়, দেখি কে কি কয়। শুয়রে বাচ্চা আমি তোরে জুতা দিয়া পিটাইছি, সবাই দেখছে, তুই আমার ক্ষমতায় দেখছ নাই।
মহিলার কথাশুনে হতবাক হয়ে যাই। এই ৩৫-৪০ বছর বয়সি মহিলা ৬৫-৭০ বয়সি বৃদ্ধকে কি করে সবার সামনে জুতা পিটাল আর সবাই বা কি করে চুপচাপ দেখছে।
বুঝতে পারলাম সবই ক্ষমতার জোর। কিন্তু বুঝতে পারলাম না আওয়ামী লীগ কি দলের পক্ষ থেকে তার কমীদের এই অন্যায় করার অনুমতি দিয়েছে, না কি এটা মহিলার অন্যয় বাড়াবাড়ি।
খোজ নিয়ে জানতে পারি, মহিলার সাথে দোকানদারের ৫০ টাকা নিয়ে বির্তক। মহিলা বলছে সে টাকা দিয়েছে আর দোকানদার বলছে যে টাকা দেয়নি। পরে অবশ্য দোকান পোড়ানো হয় নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




