যাত্রাবাড়ির একটি সেলুন থেকে গতকাল সকালে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার আগে এই তরুণীকে ধর্ষণ করা হয়েছে।
শহীদ ফারুক রোডের সমকাল প্রাইভেট হাসপাতালের নিচে সেলুনটির অবস্হান। শনিবার ছুটি থাকায় সেলুনর সাপ্তাহিক বন্ধ ছিল। সকালে দোকানের শাটার অর্ধে খোলা দেখে উত্সাহী এলাকাবাসী ভেতরে ঢুকে মহিলার গলা কাটা লাশ দেখতে পান। গলা কাটা ছাড়াও হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তার পরনে ছিল লাল রঙের সালোয়ার- কামিজ।
এতটুকু পড়ে আমি চিন্তা করছিলাম- যখন মেয়েটির উপর জোর করা হচ্ছিল তার সতীত্ব হরণ করার জন্য তখন তার মনের অবস্হা কি ছিল ? নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করছিল নরপশুদের হাত থেকে সতীত্ব রক্ষা পাওয়ার জন্য। মেয়েটি সতীত্ব হারানোর পর যখন দু:খ করছিল, তখন নিশ্চয়ই তার উপর পুণরায় ক্ষুর দিয়ে নৃশংস ভাবে গলা কেটে জবাই চেষ্টা করা হচ্ছিল । অবশেষে সতীত্ব হারানোর বেদনা, গলা কেটে জবাই হওয়ার কষ্ট, সবনিয়ে মেয়েটির মায়াময় পৃথিবী থেকে একে বারের জন্য বিদায়।
পৃথিবীতে মেয়ে হয়ে জম্মানোর উপহার মেয়েটির জন্য এটাই ছিল।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




