হাইকোর্টের মাননীয় বিচারপতিরা গত পরশু আমাদের কিছু ধর্মীয় বিধি-বিধান নতুন করে নাজিল করেছেন, যেটা পূর্বে নবী-রাসূলরা আল্লাহর কাছ এনে দিতেন। এখন মনে হয় সেই দায়িত্বটা আমাদের মাননীয় বিচারপতিরা পেয়েছেন, আর না হয় জোর করে আল্লাহ তাদের উপর এই গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। তানা হলে কেনইবা তারা ধর্মীয় পোষাক সর্ম্পকে নিদের্শনা দিতে যাবেন।
তিনারাতো অবশ্যই জানেন যে, ধর্মকে উলোট-পালট করার অধিকার মনুষ্য জীবকে দেয়া হয়নি। সেটাতো শুধু উপরওয়ালার নির্দেশানুযায়ি হয়ে থাকে।
অতএব এটা আমাদের মানতেই হবে যে, ওনারা বিচারিক কর্মের পাশাপাশি ধর্মীয় বিধি-বিধান নতুন করে মানুষকে শিখানোর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। তাই আসুন আমারা ওনাদের ইবাদত করা শুরু করি । তানা হলে কিন্তু আদালত অবমানণার রুল মাথার উপর ঝুলে আছে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




