যখন লোড-শেডিং হয় তখন মনে প্রশ্ন জাগে - দেশে কি সরকার নাই?
আর এই পুরা ঈদের ছুটিতে একবারও যে বিদ্যুৎ যায় নাই, তখন "দেশে যে সরকার আছে" এই স্বিকারোক্তি কেউ করে নাই।
ভাবখানা এমন - বিদ্যুৎ, আলো-বাতাস বা মাঠের ঘাসের মতই প্রকৃতির দান।
ভাই, না পাইলে গুষ্টি উদ্ধার করেন - ভাল কথা।
পাইলে একখান শুকনা ধন্যবাদ তো দিবেন।
নাকি?!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




