অ-নোয়াখাইল্যা যারা আছেন তারা খানিকটা বিরক্তবোধ করতেই পারেন; আর যারা নোয়াখাইল্যা তারা পেতে পারেন পারিজাত আনন্দ, সীমাহীন, অনন্ত স্রোত ধারায়.......
তো আমার এই পোস্ট আজ সেইসব নোয়াখাইল্যাদের জন্য যারা মনে গহীনে এখনো নোয়াখালীর মাটির গ্রাণ নিতে চেষ্টা করেন চোখ বুঝে।
গান - এক.
ও রে কলিমুদ্দীইইইইন!
হুতি হুতি হান চাবাইলে
যাইব নি রে দিইইইইন।
তোরে কইছি যাদু ওউঙ্গা
গরুর ডিয়া কিইইইইন....
হুতি হুতি হান চাবাইলে
যাইব নি রে দিইইইইন।
ভাবার্থ:
কলিমুদ্দীন কাজ-কর্ম না করে ঘরে শুয়ে শুয়ে অলস সময় পার করছে। তাই তার অভিভাবক তাকে উদ্দেশ্য করে বলছে - এভাবে শুয়ে শুয়ে অলস সময় পার না করে একটা গরুর বাছুরও যদি পালন করে তবুও তো সময়টা অর্থবহ হবে।
গান-দুই.
আঙ্গো বাড়ি নোয়াখালী
রয়াল ডিস্ট্রিক্ট বাই...
আঁরা বালার বালা এক্কার বালা
দুষ্ট লোকের যম।
ভাবার্থ:
আমাদের নোয়াখালীবাসী এক অভিজাত জেলার বাসিন্দা যারা ভালর ভাল, কিন্তু দুষ্ট মানুষের যম।
গান-তিন.
রিশকাওয়ালা উসকাই চালা
গাড়ী হুত কইচ্ছে।
আরেক্কানা জোরে চালা
নয় গাড়ি হেল করিয়াআআআম;
ভাবার্থ:
শহরে চাকুরী করে এক লোক বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে। ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, কিন্তু সে এখনো স্টেশনে পৌঁছতে পারেনি; তাই সে রিকশাওয়ালাকে বলছে - রিকশা যেন দ্রুত চালায়, নয়তো সে ট্রেইন মিস করবে।
ইদের পরদিন, শুয়ে শুয়ে অলস সময় পার করছিলাম। সেই অবসরকে একটু আনন্দদায়ক করার প্রয়াসমাত্র।
ভাল থাকুন, সকলে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




