
ভাদ্র পুরোটাই গেছে বর্ষার চাপে। সর্বক্ষণ মেঘলা আকাশ, মুষল ধারে বৃষ্টিটা এমনও হয়েছে কয়েকদিন পর্যন্ত ক্রমাগত বর্ষেছে। থামতেই চাইত না।
এতে বেশী বিরক্ত হয়েছে শন-বনের কাশফুলেরা। সৌন্দর্য্য দেখাতেই পারছিল না।
বাতাসের সাথে যে তারা হেলেদুলে নেচে খানিকটা অহংকারী ভাব নিবে, বৃষ্টি সেই সুযোগ তো দিলই না, বরং ভিজিয়ে চুপচুপা করে দিল।
আশ্বিন সেটা মোটামুটি পুষিয়ে দিচ্ছিল শুরু থেকেই।
ঝকঝকে রোদের ভিতর বড় বড় বৃষ্টির ফোটগুলো ঝিকমিকিয়েই প্রমাণ করে দিচ্ছিল -
শরত আছে রোদ বৃষ্টির খেলায়,
আছে আরো বৃষ্টির ঝিকমিকে
নীলাকাশে মেঘের ভেলায়।
আছে শরত কাশ ফুলের ডগায়,
হেলে দুলে নেচে ওঠে
বায়ুর সনে খেলায়।
শরত হল নীলের মাঝে সাদা,
শেষ রাতের হালকা হীমে
শীত আসছে, দাদা!
[f/zazabormon]
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




