বাস্তবতার পৃথিবীতে তার বসবাস,
চাওয়া পাওয়ার বিভেদ তার স্বপ্ন বিলাস।
বেঁচে থাকার আকুতিই সর্বস্ব তাহার,
একটি স্বপ্নময় জীবনের প্রত্যাশায়।
স্বপ্নের আছে বিভেদ অনেক,
নেই শুধু পরিসীমা!
জন্ম থেকে মৃত্যু,
কোথায় নেই তার পথচলা!
স্বপ্নময় পৃথিবীতে বাস্তবতার আনাগোনা,
ইহাই সত্য, জীবনের মর্মকথা!
তবুও,
সময়ের কোন এক বাঁকে,
স্বপ্নগুলো বেঁচে রবে হাজার বছর ধরে!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




