Click This Link
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দোয়া মাফিলে গান-বাজনা-নৃত্য উৎসব ...
এই ভিডিওটি আওয়ামীলীগ সমর্থকদের জন্য উৎসর্গ করা হল!!
এই ভিডিওটি দেখলে একজন সচেতন মানুষ বুঝবে আওয়ামীলীগ কতটা নির্বোধ অমানুষে দল এই আওয়ামীলীগ যারা কিনা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দোয়া মাফিলে গান-বাজনা আর -নৃত্য উৎসব করে!
আবার সেই নির্বোধের মতই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছে জাতীয় শোক দিবসে যারা আনন্দ করেছে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না। সৈয়দ আশরাফ বিরোধী দলে বিষোদগার করার ফুরসত পেয়েছেন ঠিকই, কিন্তু এই তথ্যটি পায়নি যে জাতীয় শোক দিবস উদযাপনে তার নিজ দলই সারা দেশে উৎসবমুখর ভাবে গান বাজনা বাজিয়ে খাবার দাবার খেয়ে পালন করেছে, যার একটি ক্ষুদ্র নজির মাত্র এই ভিডিওতে দেখা যায
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




