
বাকি সময় চলবে এমন করো এ পন।
কোরানের এই মাসে কোরান পাঠ এবাদাত,
সকল কাজে অধিক সওয়াব অাছে সওগাত।
বেশি করে কোরঅান পড়ি অামরা সবাই,
সেই অালোককে জীবনটাকে এসো সাজাই।
ফজিলতের এই মাসেতে নতুন করে,
এবাদাত অার বন্দেগীতে সব পাপ ঝরে।
এমন সুযোগ সব সময়কি অার পাওয়া যায়,
পাপি তাপি চলো তবে এক সুরে গায়।
প্রভুর কাছে এ রমজানে অাজ ফরিয়াদ,
ওগো প্রভু তোমার যেনো পাই মাগফিরাত।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


