
এ পৃথিবীর বুকে আজ নামুক
তোমার রহমের বৃষ্টি ধারা
ধুয়ে মুছে যাক জুলুম অবিচার
আসুক ফিরে শান্তির ফোয়ারা
তিমির রাত্রি শেষে সুখ তারা
পূবাকাশে ঝলমলিয়ে আশা যোগায়
এ ধরা মাঝে পথভোলা পথিক
অবশেষে কাংক্ষিত ঠিকানা পাই
ক্লান্ত শ্রান্ত ভাব দূর করে আজ
ছুটে চলো মান্জিল পানে
অসহায় মুখগুলো দেখ বারেবার
বিবেকের দরজায় শুধু কড়া নাড়ে
সকাল দুপুর আর রাত্রি মাঝে
খুঁজে যায় তাই জীবনের মানে
শত হার আর পরাজয় ভেঙে
বিপ্লবী বীর দেখ জয় ছিনিয়ে আনে
কিছু কবিতার লিংক
আরও কিছু কবিতা, লিংক
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





