বইঃ কান্নার লাইসেন্স
লেখকঃ কবি জহির সাদাত [email protected]
ধরণঃ কাব্য গ্রন্থ
প্রকাশকালঃ ২০২১ সাল
মূল্যঃ ১৫০ টাকা
পাওয়া যাচ্ছেঃ দেশের সকল অভিজাত লাইব্রেরি ও http://www.rokomari.com
কবি জহির সাদাত একজন সময় সচেতন প্রতিবাদি কবি। ব্যক্তি জীবনে সহজ সরল জীবন যাপন করেন। কবি এখন প্রবাসে আছেন। প্রবাসে থাকা অবস্থায়ই কবির এই কবিতার বই।
কবি তার কবিতার মাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
কবি জহির সাদাত নিজে ফেসবুকে একটি সাহিত্য ভূবন গ্রুপ পরিচালনা করে চলেছেন। এই গ্রুপে নতুন নতুন কবি তাদের মেধাকে বিকাশে সহায়তা পেয়ে থাকেন।
কবি জহির সাদাত এর প্রথম কবিতা গ্রন্থ হৃদয় নীড়ে ঝড় প্রকাশিত হয়েছে। এটি তার ২য় কাব্য গ্রন্থ
বুলেটে জড়ানো মানবতা
কান্নার লাইসেন্স থেকে
লাল ক্রমশই আমার প্রিয় রং হয়ে উঠে—
তোমরা যখন বুলেটে জড়িয়ে নাও মানবতা!
মানবতার ভাঁজে ভাঁজে ছড়িয়ে দিয়েছ বারুদের গন্ধ।
আমাদের শিশুদের কফিনে লেগে থাকে রক্তের দাগ।
ধরণীর তনু ক্ষত বিক্ষত হয়—
তোমরা যখন বুলেটে জড়িয়ে নাও মানবতা!
তোমাদের জাগরণী গানেও তখন
পৃথিবীর বুকে বাজে বিষাদের সুর।
তৃতীয় বিশ্বের এক যুবক আমি বুকে জ্বলে অবিরত ক্রোধের আগুন!
তোমরা যখন বুলেটে জড়িয়ে নাও মানবতা!
পারমানবিক বোমা ছুড়ে তোমরা পৃথিবীর বুক বিদীর্ণ করেছ
হিরোসিমা নাগাসাকির ক্ষত শুকোয়নি এখনো।
আমাদের রক্ত খরস্রোতা নদীর মত বয়ে যায় আগামীর পথে।
স্বজনদের হারিয়েও আমরা নির্ভীক থাকি।
তোমরা যদিও বুলেটে জড়িয়ে নাও মানবতা।
আমরা কান্নার কাছে হার মানি না কোন কালে।
আমাদের চেতনা সবুজ ঘাসের মত জেগে উঠে অবিরত
তোমাদের পরাস্ত করতে।
আমাদের অজস্র সাহসের রেণু— পরাস্ত হয় না কখনো।
তোমরা যদিও বুলেটে জড়িয়ে নাও মানবতা!
কান্নার লাইসেন্সঃ সময়ের সাহসী উচ্চারণ
- জাহিদ জাবের, লেখক, কবি ও সাংবাদিক।
কান্নার লাইসেন্স' একটি কাব্যগ্রন্থের নাম।এই কাব্যগ্রন্থের মাধ্যমে কবির কাব্যপ্রতিভা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে। কবির প্রথম কাব্যগ্রন্থ "হৃদয় নীড়ে ঝড়" ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রকাশ হয়। যা পাঠকমহলে বেশ সমাদৃত হয়।আর এই তরুণ কবি স্বল্পসমময়ে খুব দ্রুত জায়গা করে নেন সাহিত্যপ্রেমী পাঠকের হৃদয়বৃন্তে।
জহির সাদাত সাম্প্রতিক যুগোপযোগী তরুণ কবিদের মধ্যে অন্যতম। তিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি গবেষণারত একজন
বাংলা সাহিত্যের কবি ও সাহিত্যিক, সেটা সত্যিই অভাবনীয়।সামসময়িক বাংলাসাহিত্যে এমন কবির দেখা পাওয়া সত্যিই বিরল।
কাব্যগ্রন্থে ৩৮টি কবিতা। প্রকৃতপক্ষে কবি সাদাতের কান্নার লাইসেন্স শিরোনামে কবিতা লিখেছেন একটি মাত্র। বাকি ৩৭ টি কবিতা এই কবিতার মূল শিরোনামের অন্তর্ভুক্ত ৩৭টি উপশিরোনাম মাত্র।
বস্তুত সাদাতের দীর্ঘ কবিতার মধ্যে এটি অন্যতম।যার রয়েছে ৩৭টি ভিন্ন ভিন্ন উপশিরোনাম। আলাদাভাবে শুধু 'কান্নার লাইসেন্স' নামে কবিতাটি উনিশ চরণের।এর প্রথম চরণটি নিম্নরুপঃ
আমাকে কান্নার লাইসেন্স দাও
ছবিতে কবির সংক্ষিপ্ত পরিচিতিঃ
আরও কিছু বুক-রিভিউয়ের লিংকঃ
কবি সায়ীদ আবুবকরের আরেকটি মহাকাব্যের রিভিউ...
কবি সায়ীদ আবুবকরের মুজিবনামা
♥বই আলোচনা
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১৫