১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।
নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।
২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।
৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।
আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!
৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!
৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।
সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।
copy post from
- Rashed Khan