কেও সমস্যা সমাধানে ভূমিকা রাখবে না, শুধু সমালোচনা। আর পারলেই যে যার যায়গা থেকে লুটেপুটে খাওয়ার ধান্দা।
কতরকমের যে ধান্দাবাজি থাকতে পারে তা পরিস্থিতির স্বিকার না হলে কেওই বুঝতে পারবে না।
কিছু লোক, এমন যা সামনে পাচ্ছে তা থেকেই ধান্দা করছে। পকেট ভরছে।
মানুষের পাশে দাঁড়ান লোকের আজ বড্ড অভাব।
বিএনপি যদি ক্ষুধার্ত নেকড়ের মতো যা সামনে পাই তাই শেষ করতে থাকে। মানুষের মাঝে দলিয় বিবেচনায় বিভাজন সৃষ্টি করে ফায়দা আদায় করতে চাই। তবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জীবনে বড্ড খারাপই আছে।
সর্বোপরি, মহান মালিকের কাছে প্রিয় মাতৃভূমির জন্য অনেক দোয়া। সবাইকে কল্যাণ দান করুন মালিক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩