ফেসবুকের পোস্ট মানুষের চিন্তা কে নিয়ন্ত্রণ করে। অধিকাংশ মানুষ কথা বলে কারো না কারো মাধ্যমে প্রভাবিত হয়ে। এই প্রভাবিত যে হচ্ছে এইটা আবার নিজেরা বোঝেও না ঠিকঠাক।
চায়ের দোকানে বসে যে হুদাই তর্ক করতো, সে জিনিস তেমনই আছে শুধু প্লাটফর্ম পালটে ফেসবুকে শিফট করেছে।
আলোচনা সমালোচনা করাই যায়। সব বিষয়ে কথা হবে এইটাই হওয়া উচিত।
কিন্তু, সেই আলোচনা যখন প্রশাসন, ল-মেকিংয়ে প্রভাব ফেলবে। অধিকাংশের আকাংক্ষা অনুযায়ী বিচার হবে, তখন তো ভাই সেই ব্যাপার টা সিম্পল থাকে না।অন্য ডাইমেনশন পায়!!
আর এইটাই সমস্যা! আপনার আশেপাশের অতিউৎসাহীরা অন্যের বিচারও করসে। সে বিচারের রায়ও তারা দিচ্ছে। রাস্ট্র কাঠামো আবার সে রায়ের ভিত্তিতে ব্যবস্থাও নিচ্ছে!
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮