আমরা অনেক বেশি স্বপ্নবাজ | আমরা স্বপ্ন দেখি অনেক কিন্তু পূরণ করতে গেলে মনে হয় অবাস্তব | তাই আমদের দাদার স্বপ্ন অপূর্ণ ....বাবার স্বপ্ন , মায়ের স্বপ্ন , এমনি কি নিজের সপ্ন অপূর্ণ ! আজ আমরা যুগের সাথে চলতে গিয়ে চলার স্পীড অনেক বাড়িয়ে দিয়েছি....আমরা কি জানি আমরা কি করছি ? তা মনে হয় না ! আজ একটা ৫ বছরের শিশু কে আমরা আমদের স্বপ্ন চাপিয়ে দিয়েছি | এত্ত ভারী ভারী স্বপ্ন আমরা চাপিয়েছি একটি ৫ বছরের শিশুকে , যেখানে আমরা স্বপ্ন গুলো বয়স ২০ বছরের উপরে ! একটু শিশু যখন বড় হয় তখন তাকে ঘিরে সবাই স্বপ্নই দেখে কাছের মানুষ | র আমরা অন্যের সপ্নকে নিজের মত মনে করে বড় হই.... ভাবি এইটাই আমদের লক্ষ... আমরা আজ নিজের জন্য নিজের স্বপ্ন দেকতে পারি না |
আজকের বাবা মা রা তার সন্তান কে নাচ, গান ,আবৃতি, থেকে সব কিছু শিকতে বাধ্য করে... এমন কি একটা স্টুডেন্ট কে ৫ তা টিচার কে পরবে ! আমরা কি ভাবতে পারব এর মাজে সন্তানটির নিজের নিজের সময় কোথায় খুঁজে পাবে? স্বপ্ন তৈরী করার সময় পাবে ? জানি পাব না... কেউ হয়ত বলবে কারো ইচ্ছা বাহিরে কথা কি বলছে.... সন্তানটি তো নিজের ইচ্ছা তে করছে .... আমিও বলি শিখা ভালো | কিন্তু এত্ত শিক্ষার চেয় আপনি নিজেই একটু সময় দেন...অনেক কিছু শিখবে |
আমদের সুরু থেকেই শুনি ফাস্ট হইতে হবে... ভালো মানুষ নাকি তখনই হওয়া যায় | তাই আমরা যন্ত্রর মত জীবনে ১ জন্য ছুটি... কিন্তু ওইতা সুধু একজন এর জন্য... কাউকে অবশই ২ ,৩ ,৪ ,হতে হবে | জীবনটা অনেকই আফসোস করেই কাটাতে হয় যে ১ হতে পারলাম না.... অথচ আমদের নিজের একটি জীবন এর কাছে তো ঐটাই প্রথম... আমরা যদি নিজেকেই পরাজিত বলি তাহলে জীবন টি শূন্য হয়ে যায় .... তাই আমরা আজ নিজেকেই নিজের কাছে পরাজিত করছি ...
এত্ত বলার পিছনে একটি কারণ... আমরা স্বপ্ন দেখতে চাই.... নিজের করে ...এই স্বপ্নের মজে সবাই থাকবে আমদের সঙ্গ দিতে ....নিজের স্বপ্ন চাপিয়ে দিতে না ... যে স্বপ্ন তে ২ হলেও আমরা পরাজিত নই ...কেউ বলেও পারবেনা পরাজিত.... আমরা সবাই প্রথম ...নিজের আত্মার কাছে ..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




